<p><strong>ড্রাগন নাম্বার বই</strong> ডেভিড ই. ম্যাকঅ্যাডামস-এর রচনা এমন এক রঙিন ডুব যেখানে গণিতের সঙ্গে জাদুর দেখা-আর প্রতিটি সংখ্যার নিজেরই আছে এক আঁশে ঢাকা ডানাওয়ালা প্রহরী। কল্পনায় টইটম্বুর এই গণনার অভিযানে পাঠকের সামনে মিছিল করে আসে ছবির মতো বাস্তব ড্রাগনরা-ঝলমলে ভাবভঙ্গিতে ভরপুর একেবারে অনন্য।</p><p>প্রতিটি পাতায় একেকটি নতুন সংখ্যা প্রাণ পায় হাসি-ঠাট্টায় ভরা দৃশ্যে। কোথাও ড্রাগনরা জেলিবিন জাগলিং করছে কোথাও তীক্ষ্ণ দাঁত ব্রাশ করছে কম্বলের দুর্গ বানাচ্ছে আবার মেঘের ওপর হপস্কচ খেলছে। কখনও রহস্যময় পানীয় রেঁধে ফেলে কখনও হাস্যকর স্তূপে নাক ডেকে ঘুমোয়-দেখিয়ে দেয় সংখ্যা কেবল স্কুলের বিষয় নয়; ওরা লুকিয়েই থাকে আমাদের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর ভাঁজে ভাঁজে।</p><p>প্রাক-প্রাথমিক শিক্ষার্থী শুরু-শিখিয়ে কিংবা মন-তরুণ যে কারও জন্য <strong>ড্রাগন নাম্বার বই</strong> গণনাকে কষ্টকর কাজ থেকে রূপ দেয় রোমাঞ্চে। এমন জীবন্ত ছবির ভেতর দিয়ে বইটি পাঠককে আমন্ত্রণ জানায় ০ থেকে ১০ পর্যন্ত সংখ্যার পথে-চিহ্নিত করো গুনে দেখো আর খিলখিলিয়ে এগিয়ে চলো-যেন ড্রাগনগুলোই যে-কোনো মুহূর্তে পাতার ধারে ধাক্কা মেরে উড়ে যাবে!</p><p>তাই চলুন একসাথে! গগলস পরে নিন কাঁধে তুলে নিন কেপ আর ড্রাগনের ঢঙে আবিষ্কার করুন সংখ্যা-এইসব ভালোবাসার আগুন-উগরানো বন্ধুদের যোগ করে। গণিত কখনও এত দারুণ দুষ্টুমিভরা ছিল না!</p>
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.